বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল সভাকক্ষে সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য ৫ জনকে নির্বাচিত করা হয়েছে। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মোঃ শাহীন হাওলাদার, মোঃ দুলাল শেখ,উত্তম বাড়ৈ,বিমল বৈদ্য,মহিলা সংরক্ষিত সদস্য সুফিয়া বেগম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরশিৎ বিশ্বাস , সাংবাদিক মোঃ জাহিদ হাসান রানা, বর্তমান স্কুল সভাপতি দিলীপ রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কবির বেপারী, সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে নবনির্বাচিত অভিভাবক সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
Leave a Reply