মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া গ্ৰামে ২০ অক্টোবর রবিবার রাত ১:৩০ মিনিটের সময় অচেতন করে ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।
দুষ্কৃতিকারীরা ভাতের ভিতর অচেতন নাশক ঔষধ দিলে ওই ভাত খেয়ে অচেতন হয়ে পরেন মোঃ আরিফুর রহমান পলাশ হাওলাদার(৩৮),
হাফিজা রহমান পপি, মোঃ প্রিন্স হাওলাদার(১৩), পারিসা (৮) কে অচেতন করে নগদ ২ লক্ষ টাকা ও কানের দুল ১ জোরা,
হাতের বালা ১ জোরা, হাতের আংটি ৩টি, চেইন ১ টি, রুপার পায়ের নূপুর ২ জোরা,
ছোট মেয়ের হাতের চুড়ি ১ জোরা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় চোরচক্ররা।
অচেতন হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা জানান এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply