সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ শিশুদের অধিকার, সুরক্ষা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বরিশালের উজিরপুরে দুইদিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” অনুষ্ঠিত হচ্ছে। ২৬ ও ২৭ মার্চ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিআরএসএস এবং উজিরপুর এপি।
কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে শিশুদের সমস্যা চিহ্নিত করে একটি অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার করেন সিলভিয়া ডেইজি, এপি ম্যানেজার, উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন এডওয়ার্ড রবিন বল্লভ, পরিচালক, সিআরএসএস; মোঃ রাকিবুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার, সিআরএসএস-উজিরপুর, আশীষ হালদার, সিনিয়র ম্যানেজার, বরিশাল এসিও, ওয়ার্ল্ড ভিশন এবং সিনথিয়া তন্বী, এম অ্যান্ড ই স্পেশালিস্ট, সিআরএসএস।
তারা শিশু কল্যাণে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা, মাঠপর্যায়ে বাস্তবতাভিত্তিক পরিকল্পনার গুরুত্ব এবং স্থানীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আহসান সুমন (সিডিও-সিআরএসএস), এ্যানিমিতা (সিডিও, পৌরসভা-সিআরএসএস),
আব্দুল হালিম (চেয়ারম্যান, শোলক ইউনিয়ন), মোঃ মোশারফ হোসেন (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), পলাশ রঞ্জন সরকার (স্পন্সরশীপ অফিসার, এপি-উজিরপুর),
শঙ্কর রায় (হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর, সাতলা ইউনিয়ন পরিষদ,
উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসেন, সদস্য মোঃ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, অভিভাবক, যুব প্রতিনিধি এবং শিশু প্রতিনিধিরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শিশুদের পুষ্টিহীনতা, মানসম্মত শিক্ষার ঘাটতি, নারী ও শিশু অধিকার হরণ, শিশু শ্রম এবং বাল্যবিবাহের মতো সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।
তথ্য উপস্থাপন, পরিসংখ্যান বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সর্বসম্মতভাবে পাঁচটি প্রধান সমস্যা নির্ধারণ করা হয়।
পরে সিদ্ধান্ত হয়, এসব সমস্যার সমাধানে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালার মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী শিশু কল্যাণ পরিকল্পনা প্রণয়নের ভিত্তি রচিত হয়েছে।
স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যৌথভাবে কাজ করার মানসিকতা এই পরিকল্পনাকে বাস্তবায়নে সফলতা এনে দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply