বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেস্বর গ্রামে সংখ্যালঘু গৃহবধূকে কূ-প্রস্তাবের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় বিভিন্ন ভয়ভীতি ও এলাকা ছাড়া করার হুমকি দেয় লম্পটের পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে।
হুমকির মুখে আতঙ্কে সংখালঘু পরিবার। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের দত্তেস্বর গ্রামের মৃত আশ্রাব হোসেন বেপারীর ছেলে ৩ সন্তানের জনক লম্পট জাহেরুল বেপারী(৪৫)
একই গ্রামের হতদরিদ্র সংখালঘু ২ সন্তানের জননীকে বিভিন্ন সময় কূ-প্রস্তাব দিয়ে আসছিল।
এতে রাজি না হওয়ায় ওই লম্পট ৭ মার্চ বিকেল ৪ টায় বসতঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় ডাকচিৎকার করলে তার মেয়ে ছুটে আসলে পরবর্তিতে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দিয়ে সটকে পড়ে লম্পট জাহেরুল।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ৮ মার্চ গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত জাহেরুলের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ সাংবাদিকদের কান্না করে বলেন, নারীলোভী জাহেরুল বেপারী বিভিন্ন সময় কূ-প্রস্তাব দেয়।
এতে রাজি না হওয়ায় আমাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ডাকচিৎকার অল্পের জন্যে আমার ইজ্জত রক্ষা পায়। এমনকি ওই নারীলোভী লম্পট জাহেরুল বেপারী আমার নাবালিকা মেয়েকেও বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে।
আমরা হিন্দু ও গরীব অসহায় হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা।
এরপর আমি কোন উপায়ন্তর না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি।
এদিকে আমি থানায় অভিযোগ দায়ের করায় আমার স্ব-পরিবারকে জাহেরুল তার দলবল নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও এলাকা ছাড়া করার হুমকি দেয়।
এছাড়া বিষয়টি নিয়ে মামলা দায়ের করতে নিষেধ করে মিমাংসার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে প্রভাবশালীরা বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া একাধিক সংখ্যালঘু পরিবার নারীলোভী জাহেরুল এর বেহাপনা ও উৎপাতে অতিষ্ট বলে অভিযোগ করে এবং তার বিরুদ্ধে বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযুক্ত জাহেরুল বেপারী পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply