মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী ও বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ,
সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিশিষ্টজনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
Leave a Reply