বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মোঃ হুমায়ুন সরদারের সাথে একই গ্রামের মোসাঃ মাসুদা বেগম ও বারেক বালী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে।
এরই প্রেক্ষিতে ৪ মার্চ দুপুর ১২ টায় মামলা চলমান অবস্থায় বিরোধীয় জমিতে মাসুদা বেগম, বারেক বালী, মোসাঃ কুলসুম বেগম, শিমুল বেগম, সুমি বেগমসক অজ্ঞাত কয়েকজন ভাড়াটিয়া লোকজন মিলে জোরপূর্বক ধান রোপণ করে দখলের পায়তারা চালায়।
এতে বাধা দিলে মোঃ হুমায়ুন সরদার ও তার স্ত্রী হাসিনা বেগমকে ঝাড়ু পেটা,ইটের আঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
হামলার ঘটনায় আহত হুমায়ুন সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ঘটনার দিন অভিযোগ দায়ের করেন।
আহত হুমায়ুন সরদার জানান, আমাকে ও আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়।
অপরদিকে এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রতিপক্ষরা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়।
ওই হামলাকারী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,
অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply