সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৩নং ওয়ার্ডে নীজ বাড়ি থেকে ৬৩ বছর বয়সী বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উজিরপুর পৌরসভা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্দা মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী আলেয়া বেগম(৬৩) এর বিবস্ত্র, অর্ধগলিত লাশ রুম থেকে উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
১৯ মে সকালে প্রতিবেশি রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম তার খোজে আসলে দেখতে পান মেঝেতে তার মৃতদেহ পরে আছে।
এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। তবে ১৭ মে তাকে জীবন্ত অবস্থায় দেখেছে স্থানীয়রা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর-বানারীপাড়া সার্কেল এএসপি মোঃ একরামুল আহাদ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
এছাড়া ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে স্থানীয়দের দাবি দূর্বৃত্তরা ওই নারীকে হত্যা করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান
প্রাথমিক ভাবে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply