সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল (কাপ পিরিচ) প্রতীকের সমর্থক ও কর্মিদের নির্বাচনী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওযা গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু (মোটরসাইকেল) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের অনুষ্ঠানের জন্য উজিরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং নিয়োগ দিয়ে বৃহস্পতিবার তাদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু এক সময়ে উপজেলা সদরের দুটি কলেজসহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকার কারনে ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কে দায়িত্ব দেয়া হয়নি।
অথচ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবালের (কাপ পিরিচ) বাড়ির পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরন করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উজিরপুর মহিলা কলেজের একাধিক প্রভাষক অভিযোগ করে বলেন, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু আমাদের কলেজের সভাপতি থাকার কারনে কাউকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং দায়িত্ব দেয়া হয়নি।
অথচ একই অভিযোগ থাকার পরেও মোঃ হাফিজুর রহমান ইকবাল (কাপ পিরিচ) প্রতীকের সমর্থক ও কর্মিদের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি শিকারপুর শের-ই-বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যপক মোঃ আনিসুর রহমান অভিযোগ করে বলেন, হাফিজুর রহমানের সমর্থক জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি স্কুলের সকল শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অথচ রহস্যজনক কারনে আমাদের প্রতিষ্ঠানের সবাইকে প্রিজাইডিং কর্মকর্তা থেকে বাদ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে নিয়োগকৃত কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে অনেকেই আমার প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল (কাপ পিরিচ) প্রতীকের সমর্থক ও কর্মিরা রয়েছে। হাফিজুর রহমান ইকবাল (কাপ পিরিচ) প্রতীকের পক্ষে প্রচার-প্রচারনা ও সভা সমাবেশে মিছিলে অংশ নেওয়া কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক বাচ্চু, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম ঘোষ, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির মৃধা, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মৃধা, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন মৃধা, হারতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী কান্ত মন্ডল, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকমোস্তফা কামাল, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মৃধাসহ অনেকেই দায়িত্ব পালনের চিঠি পেয়েছেন। ইকবালের সমর্থক কর্মি হিসেবে চিহ্নিত ব্যক্তি ও ইকবালের বাড়ির পাশে ও প্রতিষ্ঠান কালবিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিবপুর নবীন মাধ্যমিক বিদ্যালয়, হাবিপুর মাধ্যমিক বিদ্যালয়, ওটরা মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব প্রদান না করার জন্য আবেদন করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এম.এ.জি মোস্তফা ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply