মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে এ রহমান কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ সুস্থ মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার,(সার্বিক)বরিশাল বিভাগ,বরিশাল।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ রহমান কিন্ডারগার্টেন স্কুলের সামনের মাঠ প্রাঙ্গণে হস্তিশুন্ড এইচএম
ইনস্টিটিউশন এর সভাপতি এস এম তারিক বিন হক (সবুজ মোল্লা) ও হস্তিশুন্ড এম ই সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব,
অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন এর সহধর্মিণী মোসাঃ কুলছুম বেগম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সাব ইন্সপেক্টর, কাস্টমস ও ভ্যাট মোঃ মুয়াজ্জেম হোসেন ফকির।
উদ্বোধক বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু,অত্র শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ্যাডঃ সাইদুল ইসলাম বেপারী,
অধ্যক্ষ হাসিনা জাহান। উপস্থিত ছিলেন আগরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান,
উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,
উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন।
উজিরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ আহাদ হোসেন সুমন, মোঃ সোহাগ হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ,শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।
এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply