বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে সামাজিক সংগঠন “চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের (CMF) “সংগঠনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সকল সদস্যদের অনলাইন এবং অফলাইন ভোটের মাধ্যমে ইঞ্জিনিয়ার মোঃ জালিস মাহমুদ কে সভাপতি ও মোঃ আব্দুল মান্নান (সুমন) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২৪-২৫ জানুয়ারী শুক্রবারও শনিবার ২ দিন ব্যাপী অনলাইন এবং অফলাইনে ভোটের মাধ্যমে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে । নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা মোঃ আব্দুল্লাহ নোমান।
সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF)” সংগঠন বন্ধু চলো যাই মানব সেবায় এই শ্লোগান বুকে ধারণ করে, সমাজের অসহায় হতো দরীদ্র পরিবারের পাশে দাঁড়ানো হলো এই সংগঠনের মূলকাজ, গরিব-দুখী মানুষের উপকার করা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ সুন্দর সমাজ গঠনে কাজ করবে।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF) সংগঠনের নব-গঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জালিস মাহমুদ বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাবো। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবো।
এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা কাজ করবে। আমাদের “চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF)” সামাজিক সংগঠনটি অর্থের অভাবের কারণে ঝড়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাবে।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF) সামাজিক সংগঠনের অন্যতম কাজ থাকবে গরীব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো, গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
বিশেষ করে “চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF)” সামাজিক সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের (CMF) সামাজিক সংগঠনের ৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন সভাপতি ইঞ্জি.মোঃ জালিস মাহমুদ, সিনিয়ার সহ-সভাপতি মোঃ সামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (সুমন), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল্লাহ নোমান, সহ-অর্থ সম্পাদক মোঃ খাইরুল বাশার, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আল আমিন, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হেমায়েত।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF) সংগঠনের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (সুমন) বলেন, আমরা চাই উজিরপুর উপজেলার যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে।
সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো।
সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। এজন্যে একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য।
কিন্তু সম্মিলিত সকলের প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব।
একারণেই আমরা সকল বন্ধুরা একত্রিত হয়ে “চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের(CMF) সামাজিক সংগঠন দাঁড় করিয়েছি।
সমাজের সকল ধরণের ভালো কাজে আমরা সবসময় সকলের পাশে থাকবো।
সম্মিলিত সাহায্য সহযোগিতায় দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির কমিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে সিএমএফ ২০১৯ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রোগ্রাম তারা সফলভাবে সম্পন্ন করছে এর মধ্যে উল্লেখযোগ্য হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার ফরম ফিলাপ এর সম্পূন্ন টাকা দিয়ে পাশে দাঁড়ানো।
মসাং মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার ফরম ফিলাপ এর সম্পূন্ন টাকা দিয়ে পাশে দাঁড়ানো। চকমান বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থীর সম্পূন্ন গাইড বই প্রদান করা।
মালিকান্দা আলিম মাদ্রাসার এক মেধাবী শিক্ষার্থীর গাইড বই প্রদান করা।
মসাং নূরানী হাফিজী মাদ্রাসায় এতিম বাচ্চাদের পোশাক প্রদান করা।
রাজাপুর নূরানী হাফিজী মাদ্রাসায় এতিম বাচ্চাদের খাবারের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করা।
রাজাপুর এক অসহায় পরিবারের মেয়ের বিবাহ জন্য অর্থ প্রদান করা। প্রতিবছর রমজান মাসে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
প্রতিবছর ঈদ এ অসহায় পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা।
এছাড়া ও সিএমএফ এর সকল সদস্যরা মিলে এক সাথে ইফতার পার্টি ও সিএমএফ এর সকল সদস্যরা মিলে পিকনিক আয়োজনকরা সহ সিএমএফ এর সকল সদস্যদের বিপদ-আপদে সকলের পাশে থাকা সহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে এবং আগামীতে করে যাবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জনপদ
Leave a Reply