শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে দলীয় কোন্দলকে কেন্দ্র করে এক পিকআপ ড্রাইভারকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করেছে প্রতিপক্ষরা।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় পূর্ব সাতলা বালা বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মো: রাজ্জাক মোল্লা তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মোঃ সেকেন্দার মোল্লার ছেলে।
আহত রাজ্জাক মোল্লাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাজ্জাক জানান ঘটনার দিন বিকেলে সেন্টু মিয়ার পক্ষে মিছিলে যোগদান করেন বিষয়টি আওয়ামীলীগ পন্থী কবির হাওলাদারদের পছন্দ হয়নি।
রাজ্জাক মিছিল শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ওত পেতে থাকা সাইদুল হাওলাদার মহিবুল্লাহ
শরভোদ্দিন সহ ২/৩ জন মিলে ক্ষিপ্ত হয়ে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে জি আই পাইপ রড ও লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখন করে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply