রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে আলহাজ্ব বন্দে নেওয়াজ খান ডিগ্রী কলেজ, উজিপুর মহিলা কলেজ, উজিরপুর আলিম মাদ্রাসা, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি রাস্তার সংযোগ স্থলে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে শিক্ষা চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক ক্যালিগ্রাফি স্থাপন করে পৌরসভা কে আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। উজিরপুর পৌরসভায় ইসলামিক ক্যালিগ্রাফি উদ্বোধনের পর থেকেই দৃষ্টিনন্দন এই স্থাপনাটি এক নজর কেড়েছেন সাধারণ মানুষের মধ্যে। ইসলামিক ক্যালিগ্রাফি দেখতে সকাল সন্ধ্যা দূর দূরান্ত থেকে ভীড় জমায়। উজিরপুরে এই প্রথম দৃষ্টিনন্দন ইসলামিক ক্যালিগ্রাফি স্থাপন করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী ও উজিরপুর পৌরসভার অর্থায়নে নির্মিত হয়। উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মামুন জানান এই চত্বরটি আরো আকর্ষণীয় করতে পশ্চিম পার্শ্বে একটি ফুলের বাগান তৈরি করার উদ্দ্যোগ নিয়েছেন আমাদের মেয়র মহোদয়। উজিরপুর পৌর সভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান পৌরসভা কে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে এ ধরনের আরো স্থাপনা তৈরি করা হবে।
Leave a Reply