বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লার একমাত্র বোন রিপা আক্তারের জানাজায় মুসল্লীদের ঢল।
২৬ এপ্রিল শুক্রবার আসরবাদ পৌরসভা ৭নং ওয়ার্ডে শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,
সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি আঃ হাকিম সন্নামত, মরহুমের ভাই আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, মোঃ রিপন মোল্লা,
উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারসহ হাজারো মুসল্লিগন।
উল্লেখ্য শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন মহল।
Leave a Reply