শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টায় উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ আহাদ হোসেন সুমনসহ অনেকে। এসময় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকদের সংবাদ লিখনের মাধ্যমে সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের খোঁজ খবর পাওয়া যায় এবং তা পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে প্রতিহত করা সম্ভব হয়। এছাড়াও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান তিনি।
Leave a Reply