শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর-বানারীপাড়া বে-সরকারি সার্ভেয়ার এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আলম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ মোকলেস মোল্লা।
২৫ ডিসেম্বর বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ার উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজ হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বাবু হরিপদ বড়াল, নির্বাচন কমিশনার বাবু শংকর মজুমদার, মোঃ হুমায়ুন কবির।
এসময় উজিরপুর-বানারীপাড়া বে-সরকারি সার্ভেয়ার এ্যাসোসিয়েশনের সকল সদস্যগনের উপস্থিতিতে, সভাপতি ও সাধারন সম্পাদক পদে ১ জন করে প্রার্থী হওয়ায় ভোট গ্রহণ হয়নি।
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী হওয়ায় ভোট গ্রহণ হয়।
৫১ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোট প্রদান করেন। ৩টায় ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ আলম ফকিরকে বিনা প্রতিদ্ধন্দীতায় সভাপতি ঘোষনা করা হয় এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মোকলেস মোল্লাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক পদে ঘোষনা করা হয়।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজাহান সেরনিয়াবাত ২২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ নাজমুল হাসান নজরুল পেয়েছেন ৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর, সহ-সভাপতি আলম হোসেন সেন্টু, সহ সভাপতি হাসানাত, সহ সম্পাদক মোঃ মজিবর রহমান দুলাল, সহ সম্পাদক বাসুদেব বরাল, সহ সাংগঠনিক মোঃ রেজাউল হক, আইন বিষয়ক সম্পাদক রতন রায় চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আলম হোসেন, প্রচার সম্পাদক মোঃ আরাফাত রহমান,
সাংস্কৃতিক সম্পাদক মোঃ হৃদয় আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ তাওহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার রাড়ী, সদস্য আহাদ হোসেন সুমন, মোঃ খলিলুর রহমান।
এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর-বানারীপাড়াবাসী।
বাংলাদেশ জনপদ
Leave a Reply