বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উজিরপুর উপজেলার নেতৃবৃন্দরা।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উজিরপুর উপজেলার সভাপতি মোঃ আশ্রাব আলী রাড়ী ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম -এর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, মোঃ ইউসুফ হাওলাদার, এ্যাড মোঃ সহিদুল ইসলাম মৃধা, আঃ খালেক রাড়ী, অমল মল্লিক, মোঃ শাহীন হাওলাদার, আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়,
‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা,
বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Leave a Reply