মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে,তারই আলোকে এবার উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা।
৩ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, আরো বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সিনিয়র সদস্য, মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সদস্য আলমগীর লস্কর, এ সময় উপস্থিত ছিলেন, কোষাধক্ষ মোঃ জাহিদ হাসান,ক্রীড়া সম্পাদক সুদেব চন্দ্র মন্ডল,প্রচার সম্পাদক বিপ্লব হাজারী ,দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য জাহিদুল ইসলাম মিঠু।
মতবিনিময় সভায় রফিকুল ইসলাম শিপন মোল্লা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের কাছে নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রফিকুল ইসলাম শিপন মোল্লা তিনি বীর মুক্তিযোদ্ধা ও গুঠিয়া ইউনিয়নের সাবেক প্রায়ত চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার পুত্র।
তিনি উজিরপুর উপজেলা শ্রমিকলীগ , শ্রমিক ইউনিয়ন,উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি।
একাধারে তিনি উজিরপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক,উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উজিরপুর বি,এন,খান ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এছাড়া তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সংযুক্ত রয়েছেন।
Leave a Reply