মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
বিএম বেলাল, গৌরনদী প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিদ্বাতার জন্য বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া আওয়ামী লীগের দলিয় প্রায় ডজন খানেক নেতৃবৃন্দ। মনোনয়ন প্রত্যাসা করে ব্যানার ফেস্টুন টানিয়েছেন, করছেন গনসংযোগ।
বেশ কিছুদিন যাবত এসব নেতৃবৃন্দরা গণসংযোগেও ব্যস্ত সময় পার করেছেন।
ভোটে বিজয়ী হওয়ার জন্য সাধারনের দ্বার প্রান্তে গিয়ে লোভনিয় সুযোগ সুবিধা তুলে ধরে নিজ নিজ প্রতিযোগিতায় নেমেছিলেন।
এই পরিস্থিতির মধ্যে গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুই উপজেলায় দুজনকে প্রার্থী ঘোষণা করা হয়।
এতে প্রচারণায় থাকা অন্য নেতারা হঠাৎ নিশ্চুপ হয়েছেন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সেরালের নিজ বাসভবনে রোববার এই সিদ্ধান্ত হয়বলে যানা গেছে।
গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান এবং আগৈলঝাড়া থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিষয়টি জানাজানির পর নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তারা দলের আদর্শতা ধরে রাখতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত সম্ভাব্য এক প্রার্থী বলেন, সংসদ সদস্যের বাসভবনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে রাতে দুজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচন হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান-সহ ১২জন নেতাকর্মি।
তাঁরা বেস কিছুদিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টানানো ও গণসংযোগ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন যানান বিষয়টি আমার যানা নেই।
পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া বরেন পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিবো।
ফরহাদ হোসেন মুন্সী বলেন, বরিশালের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর সিদ্ধান্তের ওপর আমি অটল।
দলীয় সূত্র জানায়, আগৈলঝাড়ায় সম্ভাব্য প্রার্থী হিসেবে নেতা কর্মিদের মুখে মুখে আলোচনায় আসেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এ ব্যাপারে কথা না বলার প্রকাশ করেছেন। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু যানান উপজেলা নির্বাচনে মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার এবার সুযোগ নেই।
তবে আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক এবং জেলা সভাপতি নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গৌরনদী-আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ দিয়েছেন।
মাঠ পর্যায়ের নেতাকর্মিদের বক্তব্যে বলা হয়। গৌরনদীতে মো. হারিছুর রহমান ও আগৈলঝাড়ায় সেরনীয়াবাত আশিক আবদুল্লাহকে আগামীতে চেয়াম্যান হিসেবে নির্বাচিত হলে সাধারন জনগন আরও বেসি উপকৃত হবে।
Leave a Reply