শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সন্ত্রাসীর হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী মো:সাব্বির(১৭)।
গতকাল ২৪জানুয়ারী বুধবার সন্ধ্যায় ছোটদের বিবাদ মিমাংসা করতে দিয়ে একদল কিশোর গ্যাংয়ের (সন্ত্রাসীদের) হাতে থাকা ইট দ্বারা মাথায় আঘত করলে সাথে সাথে ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং তার হাতে থাকা ১৭ হাজার টাকা দামের স্মার্ট ফোনটি হাতিয়ে নিয়ে যায়।
হামলার শিকার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
হামলাকারীরা হলেন একই ওয়ার্ডের বাসিন্দা ও চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র
আরিফ (১৪), আদনান (১৫),জনি (১৪) সহ আরও নাম না জানা অজ্ঞাত কিশোর।
হামলাকারী আরিফের হাতে থাকা ইটের আঘাতে সাব্বির মাটিতে লুটিয়ে পড়ে ও অনেক রক্ত ক্ষরন হয়।
তখন হামলার শিকার সাব্বিরের মা তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান,ভুক্তভোগীর মাথার অনেক রক্ত ক্ষরন হয়েছে ও কয়েকটি সিলাই দেওয়া হয়ে।
এবিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেন জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply