বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া থানাধীন আইচা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার বেলা একটার দিকে এ হামলার ঘটনা ঘটে । এতে আহতরা হলেন আলতাফ হোসেন মল্লিকের ছেলে জিহাদ মল্লিক (২৬) ও তার মামা কালাম খানসানা (৫০)।
পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে আলতাফ হোসেন মল্লিক গংদের সাথে তাদের বাড়ির পার্শ্ববর্তী চাষাবাদের তিন একার পাঁচ শতাংশ জমির মধ্যে ১ হাজার ৫ শতাংশ জমি নিয়ে নুরুল হক ও মানিক মাতুব্বর গংদের সাথে বিরোধ চলে আসছে।
এ নিয়ে আদালতে মামলা হলে আলতাফ হোসেন মল্লিক গংদের পক্ষে রায় আসেন।
এবং তারাই দীর্ঘদিন যাবত ওই জমি ভোগ দখল করে আসছিল।
প্রতিপক্ষরা আদালতের রায়কে অমান্য করে গত রাত ৪ টার দিকে ভাড়াটে লোকজন নিয়ে ওই জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ করে।
আজ সকালে আলতাফ হোসেন মল্লিকের ছেলে জিহাদ মল্লিক ও তার শালা কামাল খানসানা তাদের জমিতে গিয়ে ঘর নির্মাণের প্রতিবাদ জানালে প্রতিপক্ষ নুরুল হক,
মানিক মাতুব্বর, সেলিম মিস্ত্রি, সিদ্দিক মিস্ত্রি, মাসুম, ফারুক মাতুব্বর, লিটন, শানু,
মাসুম হাওলাদার, সহ অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিহাদ মল্লিক ও তার মামা কামাল খানা সামার উপারে হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে জিহাদ মল্লিক ও তার মামা কামাল খানসামা গুরুতর জখম হয়।
পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে।
বর্তমানে আহতরা শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply