বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামে দলীয় কোন্দলকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মীদের এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টায় জয়নগর ৫ নং ওয়ার্ডের ৩ রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মো: সাইদুল মীর, সৈয়দ নেয়ামুল, শাহ আলম মাতবর, কবির মীর, হৃদয়, মাইদুল মীর, মুন্না নাঈম কবিরাজ সাগর মীর সিয়াম মির ও এনামুল মীর তার উভয়েই হলেন আন্দারমানিক গ্রামের বাসিন্দা।
আহত সাইদুল মীর (পিতা মৃত মো:জলিল মীর) ও সৈয়দ নেয়ামুল(পিতা মো:নেসার উদ্দিন) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাইদুল জানান আওয়ামী লীগের দোষর হোসেন মেম্বার ক্ষমতার অপব্যবহার করে বহুদিন যাবত ওই গ্রামে
অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছেন ঘটনার দিন সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকা
সত্ত্বেও হোসাইন মেম্বারের লোকজন নদীতে ইলিশ মাছ ধরতে নামলে সাইদুররা ইলিশ মাছ ধরতে বারণ করিলে
উভয়ের ভিতর বাক বিতণ্ডা হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিটন গাজী, হোসেন মেম্বার, জসিম, তুহিন সোহাগ গাজী
সহ ৩০/৩৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্দা, চাইনিজ কুড়াল জি আই পাইপ রড ও লাঠি সেটা দিয়ে
এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার কর কাজির হাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময়ে সাইদুল মীর এর কাছে থাকা নগদ ৪ লক্ষ ৭৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেন, একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও অজানা যায় সৈয়দ নেছার উদ্দিন এর বাবা ছিলেন গ্রাম সরকার প্রধান এবং সেই কমিটির সদস্য ছিলেন তার মা এবং তাঁরা সাত ভাই এবং তার ছেলেরাও বিএনপি করার কারনেই অনেক নির্যাতনের শিকার হয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply