বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
কাজের টানে ঢাকা গিয়ে লাশ হয়ে ফিরলেন নয়ন 

কাজের টানে ঢাকা গিয়ে লাশ হয়ে ফিরলেন নয়ন 

মোঃ ফাহিম মোল্লা, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ঢাকার বেইলি রোড এলাকার কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডে নিহত নয়ন ও জুনাইদ এর বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানকে হাঁরিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা।

নিহত নয়নের বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে।

তিনি দিনমজুর সিরাজ উদ্দিনের ছেলে এবং দুর্ঘটনা কবলিত কাচ্চি ভাইয়ে হোটেল বয় হিসেবে চাকরি করতেন।

নিহত নয়নের পরিবার জানান, ৫ দিন আগে বাড়ি থেকে কাজের সন্ধানে ঢাকা গিয়েছিলেন তিনি।

অগ্নিকাণ্ডের ৩ দিন আগে চাকরিও পেয়েছেন কাচ্চি ভাইয়ের সেই রেস্টুরেন্টে। তবে ভাগ্যের নির্মমতা তাকে প্রাণ হারাতে হয়েছে। চাকরি করে পরিবারের জন্য কিছুই করতে পারলেন না।

নয়নের মা নাজমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ছেলে ফোনে জানিয়েছে ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার তো আর বাড়ী ফেরা হলো না।

ফিরলেন তবে লাশ হয়ে। নয়নের পরিবারটি খুবই দরিদ্র। কাজের টানে ঢাকা গিয়ে লাশ হয়ে বাড়ীতে ফিরলেন।

কাজের সন্ধানে ঢাকায় এসে প্রাণ হারাতে হলো নয়নকে। ৯ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে অভাবের কারনে আর পড়া হয়নি। বাধ্য হয়েই ঢাকায় গিয়ে কাজ শুরু করে।

অন্যদিকে জুনায়েদ শহরের পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাইনুল হক হারুন এর ছেলে।

তিনি ঢাকার একটি ল-কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১ মার্চ শুক্রবার মাগরিব বাদ শহরের খলিফাপট্টি জামে মসজিদে জানাযার নামায অনুষ্ঠিত জুনায়েদের।

এ সময় তার বাবা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমার সব শেষ।

 

অন্যদিকে একই অগ্নিকান্ডে ভোলার আরো দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তারা হলেন দোলা ও মাহী। তাদের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারের সাবেক মেম্বার মরহুম মফিজ ব্যাপারীর নাতনী তাঁরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

ওই দিন ২ বোন কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়ে অগ্নিকান্ডের কবলে পড়েন।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories