শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা (আভাস) নারী কৃষাণি উদ্যোক্তাদের বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার সকাল ১০ টায় অভিজাত হোটেল খান প্যালেস হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আবাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার কৃষি অফিসার জনাব আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান, এনজিও রাসিন, ফরিদপুর এর নির্বাহী পরিচালক জনাব আসমা আক্তার মুক্তা।
এছাড়া বুট ক্যাম্পে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু ও স্ট্রীট চাইল্ড এর কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং জনাব জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো: এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুসসহ উপস্থিত ছিলেন আভাস-কেয়ার ফর উইমেন প্রকল্পের সকল কর্মীবৃন্দ।
এই প্রকল্পের মূল লক্ষ্যে নারীদের জন্য লিঙ্গ-রূপান্তরমূলক জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ, বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা, যাতে করে গ্রামের নারী কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করবে। এই লক্ষ্য অর্জনের জন্য, প্রকল্পটি কলাপাড়া উপজেলার ধুলাশার ও লতাচাপলি ইউনিয়নে ২৫টি স্বনির্ভর দল থেকে ৩৫ জন নারী কৃষক নিয়ে একটি বুট ক্যাম্প আয়োজন ও বাস্তবায়ন করেছে।
যেখানে তাদের কৃষি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু রেজিলিয়েন্স বৃদ্ধি, টেকসই অনুশীলনকে উৎসাহিত করা, চাষাবাদের তিনটি উদ্ভাবনী ধারণা নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, জৈব ও টেকসই কৃষি চর্চার কৌশল শেখানো, ডিজিটাল কৃষি ও স্মার্ট ফার্মিং ধারণা তুলে ধরা হয়েছে কৃষি নারী উদ্যোক্তাদের।
এসময়ের প্রধান অতিথির বক্তব্য বলেন নারী কৃষি উদ্যোক্তা অংশগ্রহনকারীদের বিভিন্ন আধুনিক কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন এবং সকল প্রকল্প অংশগ্রহণকারীদের বিভিন্ন সরকারী সেবায় অন্তর্ভূ্ক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply