শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী কুয়াকাটায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা অভিজাত আবাসিক হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷ ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে, টোয়াকের সাধারণ সম্পাদক কেএম জহির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রবিউল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ, মতিউর রহমান, সাধারণ সম্পাদক, কুয়াকাটা পৌর বিএনপি, মাঈনুল ইসলাম মান্নান, জামায়াত ইসলামী নেতা, কুয়াকাটা পৌর শাখা, জহিরুল ইসলাম মিরন, সাধারণ সম্পাদক কুয়াকাটা পৌর যুবদল, কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক, কুয়াকাটা প্রেসক্লাব।
টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার শুভেচ্ছা বক্তব্য শেষে বিষেশ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই সংগঠনটির পর্যটকদের সেবামূলক বিভিন্ন কার্যক্রম আমার চোখে পরেছে।
আলোচনা শেষে, ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ বছরের পদার্পণ করায় কেক কাটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply