সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল

কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ‘ইউসুফ কোম্পানি’সহ পাঁচ জুয়ারীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্যান্যরা হলেন- কলাপাড়ার রহমতপুরে মৃত নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ, বরগুনা জেলার মাইঠা গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে লিটন।

একই গ্রামের আঃ আজিজের ছেলে মাসুদ, আলীপুর গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার ও একই গ্রামের সোমেদ সিকদারের ছেলে টুক সিকদার।

পলাতক আসামী কুয়াকাটার বাসিন্দা মৃত আশ্রাব হাওলাদারের ছেলে বায়েজিদ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে গোপনে জুয়া খেলার আসর বসে মর্মে সংবাদ পাওয়া।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক ও ম্যানেজার পালিয়ে যায়।

এসময় জুয়ার আসর থেকে নগদ ৬২ হাজার ৫২ টাকা ও একজোড়া আলফা ডন’র রঙিন তাস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কুয়াকাটার আবাসিক হোটেল সুপারস্টারে অভিযান পরিচালনা করি।

ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন মৎস্য ব্যবসায়ী ইউসুফ হাওলাদার ওরফে ইউসুফ কোম্পানি।

এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। হোটেলের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আটককৃতদের রোববার (১৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, কুয়াকাটার কিছু হোটেলে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম চলে আসছিল।

পুলিশের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories