রবিবার, ১৩ Jul ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
মোঃ জাহিদু ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফাররা ২৪ ঘন্টার কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে।
গতকাল রোববার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কর্ম বিরতির ঘোষণা করে।
আজ সোমবার বিকেল ৩ টায় কর্মসূচি প্রত্যাহার করে নেয় ফটোগ্রাফাররা।
এদিকে কর্ম বিরতির অংশ হিসেবে আজ সোমবার (২ জুন) বিকেল ৩ টায় মানববন্ধনের ডাক দেয় ফটোগ্রাফাররা।
এসময় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের অনুরোধে কর্ম বিরতি প্রত্যহার করে কাজে যোগ দিয়েছে ফটোগ্রাফাররা।
এদিকে সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতির ঘোষণার পর থেকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বেশিরভাগ মানুষ স্টুডিও বন্ধের সিদ্ধান্তে বীচ ম্যানেজ কমিটির প্রশংসা করেছেন।
সাধারণ মানুষ জানান, ক্যামেরাম্যানদের ছবি তোলা ও ডেলিভারি নিয়ে নানা অভিযোগ রয়েছে।
বীচ ম্যানেজমেন্ট কমিটির এমন সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন তারা।
মোকলেচুর রহমান বাবু, কাওসার, মনির সহ কুয়াকাটা সৈকতের ক্যামেরাম্যানরা দাবি করেন,
আগে তাদের কিছু বদনাম থাকলেও বর্তমানে তারা সততা এবং নিষ্ঠার সাথে পর্যটকদের সেবা দিয়ে আসছেন।
এখন কোন ফটোগ্রাফার দ্বারা পর্যটক হয়রানির অভিযোগ নেই। এসময় ফটোগ্রাফাররা বীচ ম্যানেজমেন্ট কমিটির গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম জানান,
সৈকতের শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বীচ ম্যানেজমেন্ট কমিটি স্টুডিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে আর স্টুডিও মালিকদের কমিশন বানিজ্য বন্ধ হলে ক্যামেরাম্যানরা আগের চেয়ে আরো ভালো থাকবে। এর মাধ্যমে পর্যটক হয়রানি বন্ধ হবে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply