সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের অধ্যয়ণরত ৪শ’ মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় ২০২৪)আনুষ্ঠাণিকভাবে গজারিয়া উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে প্রতিজন শিক্ষার্থীকে এক কালিন দুই হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আতাউর রহমান খোকন নেকী ও খাদিজা সরকার আঁখি।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন, শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার আবদুস সালাম।
Leave a Reply