বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
ওসমান গনি, মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গজারিয়া উপজেলা ৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ বছর গজারিয়া উপজেলার মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭৫ জন।
তাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ জন।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ৬জন, দাখিলে ৩জন ও কারিগরিতে ১জন রয়েছে।
উপজেলার সব কয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি এসএম রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন,
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা ছিল।
Leave a Reply