মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
গলাচিপায় গণধর্ষণ ও ধর্ষণ গ্রেফতার ৩ পলাতক ১

গলাচিপায় গণধর্ষণ ও ধর্ষণ গ্রেফতার ৩ পলাতক ১

মোঃ হাফিজুল ইসলাম শান্ত, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী গণধর্ষণ অপর শিক্ষার্থীর ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীসহ ৩ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলায় গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে গত ৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে ৩ কিশোর পথ আটকে সাথে থাকা ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পরে ঐ শিক্ষার্থীকে পাশে থাকা বনের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে অভিযুক্ত ৩ জনের ভিতরে গলাচিপা ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের মৃত শহিদুল মেলকার এর ছেলে সোহাগ মেলকার(১৮) ও শাহআলম শরীফ এর ছেলে খায়রুল শরীফ (২২)কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

অপরদিকে গত ৭ ফেব্রুয়ারী রোজ বুধবার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বিদ্যালয়ের ভিতরে একা পেয়ে নবম শ্রেণির কিশোর ধর্ষণ করে।

এই অভিযোগে ঐ কিশোরকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ধর্ষণের শিকার হওয়া দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গলাচিপা থানায় ভিন্ন ভিন্ন দুটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে গলাচিপা থানার থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম জানান, গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories