শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গাজীপুরের টঙ্গীতে কারখানার ভাড়া আদায়ের লক্ষে প্রবাসীর সংবাদ সম্মেলন

গাজীপুরের টঙ্গীতে কারখানার ভাড়া আদায়ের লক্ষে প্রবাসীর সংবাদ সম্মেলন

আরিফা হক, গাজীপুর প্রতিনিধিঃ কারখানার বকেয়া ভাড়ার টাকা আদায় করার লক্ষে গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় নিজ কারখানা ভবনে এ সংবাদ সম্মেলন করেছেন গিয়াস উদ্দিন মুরাদ নামে এক স্পেন প্রবাসী।

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন মুরাদ জানান, তিনি স্পেন প্রবাসী হওয়ায় ব্যস্ততার কারণে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তার মালিকানাধীন এনজেলস কম্পোজিট নিটিং ইন্ডাষ্টিজ পাইভেট লি: নামের কারখানাটি মেশিনারিজসহ মাসিক ৪০ লাখ টাকা ভাড়া ধার্য করে পাশ্ববর্তী নীট বাজার লি: এর পরিচালক রিপন মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রিয়াজ নামের দুইজনের কাছে ভাড়া দেন।

শর্ত থাকে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধের। কিন্তু তারা ধার্যকৃত ওই ভাড়া কোন মাসেই নিয়মিত পরিশোধ না করে গিয়াস উদ্দিন মুরাদের সাথে তালবাহানা শুরু করেন।

এমতাবস্থায় কারখানার মালিক গিয়াস উদ্দিন মুরাদ ভাড়া না পেয়ে বার বার ভাড়া পরিশোধে তাদেরকে তাগাদা দিলে,

তারা মুরাদের মুঠোফোন নম্বরটি ব্যস্ত করে রাখে এবং মুরাদের ম্যানেজার আলমগীর হোসেনকে ভাড়া চেয়ে বিরক্ত না করার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।

এঘটনায় একই দিন টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১৩২৪) করা হয়েছে।

ভাড়াটিয়া রেজাউল করিম রিয়াজ ও রিপন মিয়া কোন মাসেই পুরো ভাড়া পরিশোধ না করায় এযাবৎ মোট ১৬ কোটি ৫০ লাখ টাকা ভাড়া বকেয়া পাওনা রয়েছে বলে জানান ওই প্রবাসী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন মুরাদ বলেন, আমি আমার এন ভাড়ার টাকা আদায়ে এবং কারখানাকে তাদের কবল থেকে মুক্ত করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলন শেষে কারখানায় উপস্থিত এডমিন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশে করেন।

এবিয়য়ে নীট বাজার লি: এর পরিচালক রিপন মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রিয়াজের মুঠফোনে কল দিলে তাদের কেউ ফোন ধরেননি।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories