বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
এইচ, এম,পান্না, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা যথাযথ আনন্দ মূখর পরিবেশে উদযাপিত হয়। গীতা বিদ্যাপাঠে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় আগৈলঝাড়া উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ,অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বাণী অর্চনায় বীনা পানি যাতা সরস্বতী পূজা উদযাপিত হয়।
এছাড়াও সার্বজনীন ও ব্যক্তিগত ভাবেও এ পূজা উদযাপন করা হয় বলে জানা যায়।
আনন্দ মূখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীরা অধিকাংশ সাদা, শুভ্র বস্ত্রে সরস্বতী রূপে সাজ সজ্জা করে পূজা মন্ডপে অংশগ্রহন করে। বিদ্যার জন্য মা সরস্বতীর কাছে তারা প্রার্থনা করে।
আগৈলঝাড়া উপজেলায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে রাস্তা-ঘাট, জনপথ অনেকটাই ছিলো মুখরিত।
পূজারীদের পদভারে পূজা মন্ডপ আঙ্গিনা ছিলো কানায় কানায় পূর্ণ। আগত পূজারীরা ছিলো মা সরস্বতীর কাছে প্রর্থনায় ছিলো মগ্ন।
অনেকেই সেজেছিলো বর্ণিল সাজে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলা উত্তর শিহিপাশা পাল পাড়ার মৃৎ শিল্পীরা বহুদিন পূর্ব থেকেই প্রতিমা নির্মানে দিন রাত নির্মান কাজ চালিয়ে আসছিলো।
শুধু আগৈলঝাড়া উপজেলায় নয় তারা পাশ্ববর্তী উপজেলায়ও সরস্বতী প্রতিমা বিক্রয় করে যথেষ্ট উপার্জন করছে বলে জানা যায়।
সবকিছু মিলিয়ে আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়।
Leave a Reply