সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
মোঃ জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধিঃ গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা রোববার (১ জুন) পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমা।
বক্তব্যে আফরোজা নাইচ রিমা বলেন, “একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে।
সংবাদ পরিবেশনের আগে তথ্যের উৎস যাচাই করা অপরিহার্য। গুজব কখনোই প্রকৃত সংবাদ হতে পারে না।
গণমাধ্যমকর্মীদের উচিত পেশাগত নৈতিকতা মেনে চলা ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা।”
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, “গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের কঠোর আইনের আওতায় আনা প্রয়োজন।
তারা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।
সেই সঙ্গে তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও অনিবন্ধিত সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার,
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হোসানই আমির।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন এবং গঠনমূলক মতামত তুলে ধরেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply