সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
গোপালগঞ্জে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ

গোপালগঞ্জে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পূর্ব পাইককান্দি গ্রামে পূর্ব শত্রুতার জেরে শান্ত সিকদার (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির বাক প্রতিবন্ধী এক মেধাবী শিক্ষার্থীকে টাকা চুরির মিথ্যা অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, কথিত শালিস বৈঠকে জোর করে অর্থ জরিমানা, জরিমানার অর্থ আদায়ে নানা ধরনের হুমকি-ধমকি প্রদান, পরে জরিমানা আদায়ে ব্যর্থ হয়ে জোর করে ভিকটিমকে বিষপানে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মুদি দোকানদার আকবর সরদার ও তার লোকজনের বিরুদ্ধে।

গত ২২ আগস্ট রাতে ভিকটিম শান্তকে অচেতন অবস্থায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনেরা। সে এখনো শঙ্কামুক্ত নন বলে জানান তার চিকিৎসক।

পরে ভিকটিম শান্তের মা হ্যাপি বেগম গোপালগঞ্জ সদর থানায় এঘটনায় অভিযুক্ত আকবর সরদার গং সহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শান্তের বাবা তৌফিক সিকদার গণমাধ্যমকে জানান, আমার বাক প্রতিবন্ধী ছেলেকে তারা অন্যায় ভাবে মারধর করে উল্টো ১১ হাজার টাকা অর্থ জরিমানা করে এবং সেই জরিমানার অর্থ না পেয়ে তাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলো।

আমি আপনাদের মাধ্যমে সরকারের নিকট তাদের কঠিন বিচার চাই।

এ ঘটনায় পাইককান্দি ইউপি চেয়ারম্যান ভূঁইয়া মোহাম্মদ ইছানুর রশীদ রিপন বলেন, আমি বিষয়টি জানতাম না পরে যখন বাজারে তদন্তে পুলিশ এসেছে তখন জেনেছি, আমি হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি। আগে সে সুস্থ হোক তারপর শালিস-বিচার দেখা যাবে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এস আই মোঃ রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলেছি এবং হাসপাতালেও ভিকটিমকে দেখতে গিয়েছি।

ভিকটিম তখনও অচেতন ছিলো। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগীর পরিবার যদি থানায় আইনি সহায়তা চান তাহলে আমরা তা দিবো।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories