সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ এবং দেশে ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বুধবার সকালে আইনজীবী সমতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
জেলা বার সমিতির আয়োজনে, গোপালগঞ্জ জেলা বার সমিতির সভাপতি, এম নাসির আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, সাবেক সভাপতি, চৌধুরী খসরুল আলম, সাবেক সাধান সম্পাদক
মোঃ আজগার আলীসহ বিপুলসংখ্যক আইনজীবী
এই কর্মসুচি অংশ গ্রহন করেন।
এ সময় বার সমিতির সভাপতি এম নাসির আহমেদ বলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার দাবী জানাই।
সাধান সম্পাদক এম জুলকদর রহমান বলেন,
আমাদের জীবনের বিনিময়ে হলেও সাবেক প্রধান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনবো।
Leave a Reply