বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ গৌরনদীতে গভীররাতে বোমা বিষ্ফোরন ও হত্যার হুমকির ঘটনায় থানায় মামলার প্রস্হস্তি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের কায়ছার বালির পুত্র চন্নুবালির বসত বাড়িতে।
চুন্নু জানায় সম্প্রতি একই ইউনিয়নের আধুনা গ্রামের ইউপি সদস্য হারুন আকন ও একই ইউনিয়নের মহিষা গ্রামের গফুর মোল্লার পুত্র নাসির মোল্লা ৪৫ তার পুত্র নিস্কন মোল্লা ২২, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনি মোল্লা ২৮,
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোর্শেদ ওরফে অস্ত্র মোর্শেদ তার দল বল নিয়ে সরিকল বন্দরে নির্মানাধীন ভবনের সামনে এসে চাঁদা দাবি করেন।
তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারনে তাকে ( চন্নুকে) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতন্ক সৃষ্টি করে তার
নির্মানাধীন বাড়ি তৈরির মালামাল সামগ্রী লুটপাট সহ কুপিয়ে তছনচ করে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেন ইউপি সদস্য হারুন, রনি নাসির সহ তার সাঙ্গিয় সন্ত্রাসী বাহিনির লোকজন।
এ ব্যাপারে গৌরনদী থানায় ইউপি সদস্য হারুন,ইউপি সদস্য রনি নাসির মোল্লা তার পুত্র নিস্কন সহ ১২ জনকে
আসামি করে গৌরনদী থানায় বাদি হয়ে চাঁদাবাজি সহ বিষ্পোরক আইনে মামলা দায়ের করেন চন্নু বালী।
যার জিআর মামলা নং- – ০২/৫৪ তারিখ-০১/০৩/২৪ ইং
চন্নু অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হারুন পূর্বের মামলায় জামিন না পেয়ে ক্ষুদ্ব হযে আত্মগোপনে থেকে ৩ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে তার দলবল নিয়ে আধুনা গ্রামের চন্নুর বসত বাড়িতে এসে মামলা উত্তোলনের নামে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মামলা উত্তোলন করা না হলে চুন্নু সহ তার স্ব-পরিবারদের হত্যার হুমকি দেন হারুন ও তার সঙ্গিয় সন্ত্রাসী লোকজন।
বোমের শদ্ব টের পেয়ে ত্রিপল নাইনে ফোন দেন বাড়ির লোকজন। এবং পুলিশের উপস্হিতি টের পেয়ে হারুন তার লোকজন নিয়ে দ্রুত পালিয়ে যান।।
এমন অভিযোগ করে চন্নু বলেন,তার দায়ের করা মামলায় আসামিরা জামিন না পেয়ে আত্মগোপন থেকে গুপ্ত হামলা চালিয়ে তাকে যে কোন সময় হত্যা করে লাশ গুম করতে পারেন।
তাই তার দায়ের করা মামলার আসামী হারুন সহ ১২ জন ও অজ্ঞাতদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলের হস্তক্ষেপ ও সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী চন্নু ও তার পরিবারে লোকজন।
Leave a Reply