শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার গৌরনদী থানা দিন দক্ষিণ পালরদি ৪ নং ওয়াডে জমি জমা বিরোধের কেন্দ্র করে এক ব্যবসায়ীকে এলপাথাডী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রেজাউল ফকির বাড়ির ভিতরে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মোঃ আলাউদ্দিন ফকির তিনি হলেন ওই গ্রামের বাসিন্দ মৃত মোঃ উজ্জত আলী ফকিরের ছেলে।
আহত মোঃ আলাউদ্দিন ফকিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলাউদ্দিন জানান বেশ কয়েক বছর যাবত ২৬ শতাংশ জমি নিয়ে বাদল ফকির গং দের সাথে একটি মামলা চলে আসছিল।
কিন্তু ওই মামলার রায় আলাউদ্দিন ফকিরদের পক্ষে পান।ঘটনার দিন বাদল ফকির কোর্টের রায় না মেনে থানা থেকে পুলিশ ও তার দলবল নিয়ে আলাউদ্দিন ফকিরের কাছে যান।
আলাউদ্দিন ফকির পুলিশ থাকার কারণে তাদের সামনে যান একপর্যায়ে উভয়ের ভিতর বাক বিতোন্ডা হলে ক্ষিপ্ত হয়ে পুলিশের সামনেই বাদল ফকির, সোহেল ফকির, আরিফ ফকির, সোহান ফকির সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাকু, জিয়াই পাইপ, রুয়া ও দেশিয় অস্ত্র দিয়ে এলপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আশুকাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় আলাউদ্দিনের কাছে থাকা গরু কেনার জন্য নগদ ১ লক্ষ টাকা ক্যাশ সোহান ফকির ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply