বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে গৃহবন্ধি হয়েছেন আবুল বশার

কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ গৌরনদীতে পাওয়ানা টাকা চাইতে গিয়ে পাওয়ানা দার আবুল বসার সহ তার সঙ্গীয় লোকজনদের আটকে দিয়েছেন বাড়ির লোকজন।

ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামে।
পাওয়নাদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম মৃধার পুত্র আবুল বসার – ৪০।

তিনি (বসার) একই উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের জামাল হাওলাদার ৬০ এর সাথে ব্যাবসায়িক সম্পর্কে বন্ধুত্ব গড়ে তুলেন। তারি ধারাবাহিকতায় জামাল তার আর্থিক সংকটে দেখিয়ে নলচিড়া বন্দরের সারে তিন শতক জমি বিক্রির প্রস্তাব দিয়ে বসারের কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক জামাল।

কিন্তুু পরক্ষণে বসার জমির দলিল চাইলে জামাল জমি দেওয়ার নামে নানান অজুহাতে সময় ক্ষেপণ করে এক পর্যায় টাকা ফেরত দেয়ার কথা বলেন,জামালের স্ত্রী হাসি বেগম ৫০ সেমতে ১৯ সেপ্টেম্বর বসার স্হানীয় লোকজন নিয়া জামালের বসত বাড়ি নলচিড়া গেলে জামালের স্ত্রী হাসি বেগম টাকা দেয়ার কথা বলে পাওয়ানাদার বসার সহ তার সঙ্গীয় লোকজনকে ঘড়ে বসিয়ে রেখে টাকা না দেয়ার নামে ষড়যন্ত্রের লিপ্ত হয়ে তাদেরকে বাহির থেকে তালাবদ্ধ করে ঘড়ের ভিতরে আটকিয়ে রেখে ডাকাতির অজুহাত দেখিয়ে ডাকচিৎকার করেন জামালের স্ত্রী হাসি বেগম।

পাওয়ানাদার বসার উপায়ান্ত না পেয়ে তাদের জীবন রক্ষায় স্হানীয়দের ফোন করেন।
স্হানীয় লোকজন দৌরে এসে জামালের বসত ঘড় থেকে বসার সহ তার সঙ্গীয় লোকজনদের উদ্ধার করেন।

স্হানীয়দের পরামর্শ ক্রমে ওই রাতেই প্রতারক জামাল ও তার স্ত্রী হাসি বেগম ৫০ পুত্র নাহিদ ৩০ কে অভিযুক্ত করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন পাওয়ানাদার বসার মৃধা।

স্হানীয়রা জানান জামাল এলাকার একাধিক সহজ সরল লোক ও বিভিন্ন এনজিও থেকে প্রতারনার মাধ্যমে দের থেকে দুই কুটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ভুক্তভোগী পাওয়ানাদারেরা জামালের খোঁজে তার বাড়িতে গেলে টাকা না দেয়ার অজুহাতে পাওয়ানাদারদের আটকে রেখে তার ইজ্জত বিনষ্টের কথা বলে মিথ্যা মামলা দেয়ার হুমিকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন জামালের স্ত্রী হাসি বেগম।

ফলে তার (জামালের) বাড়িতে টাকার দাবিতে যেতে সাহস পাচ্ছেননা পাওয়ানাদাররা জানিয়েছেন স্হানীয়রা। তাই এই প্রতারক চক্র পরিবারকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন পাওয়ানাদার বসার ও ভুক্তভোগী পরিবারের লোকজন সহ স্হানীয় সচেতন মহল।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories