রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী নিবাসি মরহুম মো. আর্শেদ হাওলাদারের ছেলে (আংশিক বুদ্ধি প্রতিবন্ধি) মো. আনোয়ার হোসেন ১রমজান থেকে প্রায় দেরমাস যাবত নিখোঁজ রয়েছে।
গৌরনদীর হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর ও নিখোঁজ আনোয়ারের চাচাতো ভাই মো. জুয়েল হাওলাদার জানান,
গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের নিজ বাড়ি থেকে ১রমজান গৌরনদী বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আজও তিনি ঘরে ফিরেন নি।
সারা দিনে বাড়ি না পৌছায় পারিবারিকভাবে সকল আতিœয় স্বজনের বারি খোাঁজাখুজি করে আনোয়ারকে পাওয়া যায়নি।
তার আরএক চাচাতো ভাই মো. শাহাদাৎ হোসেন জানান, আংশিক বুদ্ধি প্রতিবন্ধি মো. আনোয়ার হোসেন এর আগেও বেস কয়েকবার বাড়ি থেকে বের হলেও ৭থেকে ১০দিন পরে আবার বাড়ি ফিরে আসেন।
কিন্ত এবার হারানোর পরথেকে প্রায় দের মাস হয়েগেলেও আজও আনোয়ারকে খুজেঁ পাওয়া যাচ্ছেনা।
আনোয়ার তার নিজের নাম, বাবার নাম, গ্রাম ও ঠিকানা বলতে পারেন।
জদি কোনও স্ব-হৃদয়বান ব্যক্তি আংশিক বুদ্ধি প্রতিবন্ধি মো.আনোয়ার হোসেন’র সন্ধান পেয়ে থাকেন তবে
গৌরনদীর ক্যাথলিক মিশন (সাক্রাকর কমপ্লেক্সে) হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর মো. জুয়েল
হাওলাদার’র ফোনে যোগাযোগ ০১৭১৪-৯০০-০১৭.অথবা নিখোঁজ আনোয়ারের ভাই
মো.আবদুর রহমান(গৌরনদী বাসস্ট্যান্ড শ্যামলী কাউন্টার) ফোন নং ০১৩১৫-০৩১-৩৫০. এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
Leave a Reply