রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
গৌরনদীতে বুদ্ধিপ্রতিবন্ধি আনোয়ার নিখোঁজ

গৌরনদীতে বুদ্ধিপ্রতিবন্ধি আনোয়ার নিখোঁজ

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী নিবাসি মরহুম মো. আর্শেদ হাওলাদারের ছেলে (আংশিক বুদ্ধি প্রতিবন্ধি) মো. আনোয়ার হোসেন ১রমজান থেকে প্রায় দেরমাস যাবত নিখোঁজ রয়েছে।

 

গৌরনদীর হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর ও নিখোঁজ আনোয়ারের চাচাতো ভাই মো. জুয়েল হাওলাদার জানান,

গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের নিজ বাড়ি থেকে ১রমজান গৌরনদী বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আজও তিনি ঘরে ফিরেন নি।

সারা দিনে বাড়ি না পৌছায় পারিবারিকভাবে সকল আতিœয় স্বজনের বারি খোাঁজাখুজি করে আনোয়ারকে পাওয়া যায়নি।

তার আরএক চাচাতো ভাই মো. শাহাদাৎ হোসেন জানান, আংশিক বুদ্ধি প্রতিবন্ধি মো. আনোয়ার হোসেন এর আগেও বেস কয়েকবার বাড়ি থেকে বের হলেও ৭থেকে ১০দিন পরে আবার বাড়ি ফিরে আসেন।

কিন্ত এবার হারানোর পরথেকে প্রায় দের মাস হয়েগেলেও আজও আনোয়ারকে খুজেঁ পাওয়া যাচ্ছেনা।

আনোয়ার তার নিজের নাম, বাবার নাম, গ্রাম ও ঠিকানা বলতে পারেন।

জদি কোনও স্ব-হৃদয়বান ব্যক্তি আংশিক বুদ্ধি প্রতিবন্ধি মো.আনোয়ার হোসেন’র সন্ধান পেয়ে থাকেন তবে

গৌরনদীর ক্যাথলিক মিশন (সাক্রাকর কমপ্লেক্সে) হাওলাদার হার্ডওয়ার এর প্রপ্রাইটর মো. জুয়েল

হাওলাদার’র ফোনে যোগাযোগ ০১৭১৪-৯০০-০১৭.অথবা নিখোঁজ আনোয়ারের ভাই

মো.আবদুর রহমান(গৌরনদী বাসস্ট্যান্ড শ্যামলী কাউন্টার) ফোন নং ০১৩১৫-০৩১-৩৫০. এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories