রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ গরীব ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে অনুদান দিতে গিয়ে এবার প্রতিহিংসার রষানলে পরছেন স্কুল শিক্ষিকা নুপুর আক্তার।
ঘটনাটি ঘটছে গৌরনদী উপজেলার ৭৬ নং সরিকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষিকা নুপুর জানায় তিনি ২০১২ ইং জুলাই মাসের ১১ তারিখ ওই বিদ্যালয় যোগদান করে ২০২১ ইং পর্যন্ত সুন্দর ভাবে চাকুরি করে আসছিলেন।
কিন্তুু প্রধান শিক্ষক কমল কান্তি সরকার ও তার সহযোগি কতিপয় সহকারি শিক্ষক অনিয়মের শির্ষে পৌছে গিয়ে শিক্ষার্থীকে লাঞ্চিত ও রাতভোর পতাকা টানিয়ে রাখার মত একাধিক অনিয়ম করেন।
এর প্রতিবাদ করায় শিক্ষিকা নুপুরকে পদে পদে চরম ভোগান্তিতে পরতে হয়।
২০২২ ইং সাল থেকে প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের কতিপয় সহকারি শিক্ষিকাকে নিয়ে একজোট হন।
শিক্ষিকা নুপুর ওই বিদ্যালয়ে কোমল মতি মেধাবি ও গরীব শিক্ষার্থীদের মাঝে জুতা স্কুল ড্রেস বই খাতা ও পেন্সিল নিজ অর্থায়নে অনুদান দেন তিনি।
এই অনুদান দেওয়াকে মেনে নিতে না পেরে বা সাদুবাদ না জানিয়ে চরম বিরোধিতা করেন প্রধান শিক্ষক কমল কান্তি সরকার সহ তার অনুসারী কতিপয় শিক্ষকরা।
এবং এসকল চিন্তাকে মাথায় নিয়ে বিভিন্ন ভাবে তাকে মান ক্ষুন্ন সহ হেয় প্রতিপন্ন করে আসছেন প্রধান শিক্ষক ও তার অনুসারী শিক্ষকরা এমনটি জানিয়েছেন শিক্ষিকা নুপুর আক্তার।
কোন উপায়ন্তর না পেয়ে এর প্রতিকার পেতে ৩ মার্চ (রবিবার) গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরে লেখিত অভিযোগ দায়ের করেন সহকারী শিক্ষিকা নুপুর আক্তার।।
Leave a Reply