শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের বাসিনদা এছাহাক সরদারের বড় ছেলে, ইসলামী বাংক টরকি শাখার গানম্যান হিসেবে কর্মরত মো.হারুনার রশিদ (তোতা মিয়া সরদার)৫৬। ইসলামী ব্যাংকে রাত্রিকালিন কর্মরত অবস্থায় বুধবার রাত ২টা ৩০মিনিটের সময় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ্লি…..রজেউন) গতকাল বাদ জোহর মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ২ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী বাংক টরকি শাখার ম্যানেজার মো.মাহাবুবুর রহমান, গৌরনদী উপ-শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, কাছেমাবাদ ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মো.কামেল, ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মো.মিলন খলিফা-প্রমূখ ।
Leave a Reply