শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ চট্টগ্রামের সন্দ্বীপে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইউসুফ ওরফে ইউসুফ ড্রাইভার। তিনি স্থানীয় মুসাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনাটি ঘটে ২৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায়। সন্দ্বীপ থানার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশু(৬) কে টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত ইউসুফ তাঁর বসত ঘরে নিয়ে যায়।
ভিকটিম শিশুটিকে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে এক পর্যায়ে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পায়।
এলাকাবাসীর চিৎকারে শিশুটিকে রেখে অভিযুক্ত ইউসুফ পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় জনতা তাঁকে ২৫ শে ফেব্রুয়ারি ধরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওস) শফিকুল আলম চৌধুরী জানান,
আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply