বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক এবং নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাত এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথকভাবে এই আয়োজন করেন। উভয় অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, অনুষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগে মৃত ৫ জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকার চেক এবং নিবন্ধিত ২১ জেলেদের মাঝে ২১টি (বকনা বাছুর) দেওয়া হয়েছে।
Leave a Reply