রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
মোঃ ফাহিম মোল্লা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার আধুনিক দৃষ্টিনন্দন একমাত্র উপজেলা শহরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছিন ভোলা জেলার শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন আখন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মোরশেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল, মোঃ মেহেদী হাসান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় ২০২৩ শিক্ষাবর্ষ ও ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply