শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
মোঃ ফাহিম মোল্লা, চরফ্যাসন(ভোলা): সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাসনে এই প্রথমবারের মতো শুরু হচ্ছে শিল্পও বানিজ্য মেলা ২০২৪। নতুন ঠিকানায় মেলা শুরু করতে কাজ সম্পূর্ণ করতে দেরি হলেও আগামীকাল মেলার উদ্ধোধন করতে ঝড়ের গতিতে চলছে মেলার শেষ সময়ের প্রস্ততি।
দেশের রপ্তানি পণ্যের প্রবৃদ্ধি ও বাজার বৈচিত্রের লক্ষে চরফ্যাসন পৌরসভার আয়োজনে বিটি কর্পোরেশনের সার্বিক সহযোগীতায় এবারই প্রথম শুরু হচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য বানিজ্য মেলা ২০২৪।
দীর্ঘদিন ধরে মেলার প্রস্তুতি শেষে এখনো চলছে স্টোল সাজানোর সহ নানান কাজ।
বি.টি কর্পোরেশন ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছেন, চরফ্যাসন উপজেলা বেশ আধুনিক ও উন্নত হওয়ায় এবাইপ্রথম এখানে বানিজ্য মেলার আয়োজন করেছি।
আগামীকাল বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হবে এবং মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সফলভাবে মেলা পরিচালনার জন্য চরফ্যাসনবাসী সকালের সহযোগিতা কামনা করছেন।
Leave a Reply