রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রতিনিধিঃ” সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” শ্লোগানে ২’রা মার্চ শনিবার সকাল ১০ দিকে গলাচিপা উপজেলা প্রাসাশন ও নির্বাচন অফিস এর আয়োজনে ৭’ম জাতীয় ভোটার দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় গলাচিপা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অথিতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন উপস্থিতিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের সরকারি,
বে-সরকারী কর্মকর্তা কর্মাচারীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী ও শোভা যাত্রা শহর প্রদক্ষিণ করে। এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় স্বগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম।
দিবসটির তাৎপর্য আলোচনা করেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকৌশলী
( এলজিইডি) ও প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
আলোচনা সভায় প্রধান অতিথি মু. শাহিন বলেন, জন্মসূত্র নিশ্চিত করতে নাগরিগ এর প্রথম কাজ।
তাই, সকল নাগরিগদের জন্ম নিবন্ধনে স্বচ্ছ ও নির্ভূল তথ্য দিয়ে একজন গর্বিত নাগরিগ হওয়ার আহবান জানান।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী,
পল্লী উন্নায়ন অফিসার, আহসান হাবিব শিবলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার আবু সাঈদ।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, মোঃ হারুন আর রশিদ, মু. জিল্লুর রহমান জুয়েল,
শিশির রঞ্জন হাওলাদার, সাব্বির আহমেদ ইমন সহ বিভিন্ন সূধিজন।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২রা মার্চ থেকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হচ্ছে।
Leave a Reply