শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারি পরিচালক মোঃ তামিম হাসান ৷
২৯ জানুয়ারী(বুধবার) পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর
উপজেলার জগন্নাথপুর এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে
যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক
হর্ন ব্যবহার করার অপরাধে ০২ (দুই)টি ট্রাক চালককে ২ টি মামলায়
জরিমানা করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তামিম হাসান ৷
মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় ঠাকুরগাঁও জেলার আনসার সদস্য সার্বিক সহায়তা প্রদান করেন।
এসময় মানব জীবনে শব্দ দূষণ দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কিত সচেতনতামূলক হিসেবে
গাড়ীর চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় ও গাড়ীতে স্টিকার লাগানো হয়।
এছারাও,ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসস্ট্যান্ড বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার নেতৃত্ব প্রদান করেন।
মোবাইল কোর্টে ০২ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিতরণ
করার অপরাধে জরিমানা করা হয় এবং আনুমানিক ০৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply