রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেই করেছে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। এছাড়াও সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতামূলক সভা করা হয়।
মঙ্গলবার বিকেলে হরিপুর উপজেলাধীন”গেরুয়াডাংগী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ তৌহিদুর রহমান(পিএসসি)। এছাড়াও উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ সহ অন্যান্য অফিসার বৃন্দ, কোম্পানী ও বিওপি কমান্ডার গন।
এসময় বিজিবির পক্ষ থেকে ওই এলাকার প্রায় ৪শ জনের মাঝে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
পরে এক আলোচনা সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্ত হত্যা,
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও
মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালান সহ সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়া হয়।
Leave a Reply