বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শাওন চক্রবর্তী, স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের অন্তর্গত আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ ৩০জানুয়ারি রোজ বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে’র মধ্যদিয়ে পালিত হয়েছে।
এই তারুণ্যের উৎসব টি ছিলো মনোমুগ্ধকর। এই তারুণ্যের উৎসবকে আরো মুখরিত করার’লক্ষে
শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় শিক্ষার্থীরা মেতে উঠে শিতের বিভিন্ন পিঠা তৈরিতে
তারই সাথে স্কুল মাঠে ছোট ছোট বিভিন্ন রকমারি হাতে লেখা ষ্টলের
নামের নেইম প্লেটে নাম লিখে ষ্টলগুলো নির্মান করে এবং তাদের হাতের পিঠেগুলোকে তাদের ষ্টলে সাজিয় প্রদর্শনী এবংবিতরন করেন শিক্ষার্থী’রা।
এই তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করে তাদের কেমন লেগেছে এই প্রশ্নত্তরে শিক্ষার্থীরা বলেন,
আমরা নুতন বাংলাদেশের প্রত্যাশা কামনাসহ পুরোনো দিনের গ্রামবাংলা থেকে পিঠার উৎসব যেন হারিয়ে না যায়,
এই জন্যই বিশেষ করে আমরা এই উৎসবে অংশগ্রহণ করেছি,
যাহাতে গ্রামের মানুষ কিম্বা বাংলাদেশের মানুষেরা পিঠা বানানোরজন্য আরো বেশি আগ্রহী হয়ে উঠে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপির) উজিরপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক এড.আসাদুজ্জামান (বাদশা),
প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র বিশ্বাস, সাবেক সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান,
সহকারি প্রধান শিক্ষক এস,এম,জামাল সরদার, যুবদল নেতা, মো:সোহাগ হাওলাদার,
০৭নং বামরাইল ইউনিয়ন পরিষদের পরিষদের উদ্ব্যক্তা মোস্তফা (আকাশ) সহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয়’রা।
বাংলাদেশ জনপদ
Leave a Reply