মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 

দপদপিয়ায় সৎ ভাইয়ের হামলায় আহত ৩ 

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২ নং দপদপিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৎ ভাই ও তার পরিবারের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর জখম হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় দপদপিয়া বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ বিশ্বাসের স্ত্রী নিলুফা বেগম,ছেলে মুন্না, ও মেয়ে লিজা।

বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। আহত মুন্না জানান,তার বাবার মৃত্যুর পরে তার ওয়ারিশের জমি বিক্রি করে দেয় তার সৎ ভাই আজিজ বিশ্বাস।

জমি বিক্রির ৪ লক্ষ টাকা না দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে আজিজ ও তার পরিবার।

তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজিজ ও আকিব সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তার মা নিলুফা কে হত্যার উদ্দেশ্যে লাঠিপেটা করে।

তার ডাক চিৎকার শুনে মুন্না ও লিজা ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তার বাবার মৃত্যুর পর আজিজ ২০১৪ সালে ৪ শতাংশ ও ২০১৮ সালে ২২ শতাংশ জমি জালিয়াতি করে তার নামে লিখে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আজিজ ও পরিবারের অত্যাচারে মুন্না ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories