বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
দশমিনায় চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে এগিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ

দশমিনায় চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে এগিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ

বিশেষ প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী- দশমিনা উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা জয় নিশ্চিত করার প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

বিগত সময়ের মহৎ কর্মকাণ্ডের প্রতিচ্ছবি ও ক্লিন ইমেজ ব্যক্তিত্বের গুণাবলীর সমন্বয়ে বর্তমানে অন্যান্য প্রার্থী থেকে জনপ্রিয়তা এবং হেভিওয়েট প্রার্থী হিসেবে সবার শীর্ষে রয়েছেন দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ তার নির্বাচনী প্রতীক ‘দোয়াত কলম’ মার্কা।

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এ উপজেলায় আগামী (২১ মে) মঙ্গলবার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এই উপজেলায় ৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ‘দোয়াত কলম’ প্রতিকে।

সরজমিনে দেখা যায়, জয়ের লক্ষ্যে তার কর্মী সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক, পাড়া-মহল্লায় হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।

তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনৈতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ২৮ বছর, সভাপতি দুইবার,দশমিনা উপজেলার দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন সূত্র মতে, ধারণা করা হচ্ছে অন্য প্রার্থী থেকে অনেক সুপরিচিত এবং মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তাদের থেকে অনেক এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।

 

উপজেলার সাধারণ ভোটাররা বলছেন, আজিজ ভাই শিক্ষিত, মেধাবী, পরিশ্রমী ও পরোপকারী একজন মানবিক মানুষ। সে আমাদের সুখে দুঃখে পাশে থাকে।আমরা তাকে ভোট দেবো।

 

তিনি বিগত দিনগুলোতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আমাদের আস্থার জায়গায় স্থান করে নিয়েছেন।

ভোটাররা আরও জানান, ‘আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ভাইকে আগামী (২১ মে) ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে আমরা সেটা প্রমাণ করে দিবো।’

 

এ বিষয়ে দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ বলেন, ‘আমার প্রিয় উপজেলাবাসীর ভালোবাসা ও প্রেরণায় আমি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, পঞ্চম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে জয় যুক্ত হয়েছিলাম।

আমি আশা করি এবারও গতবারের ন্যায় দল-মত নির্বিশেষে দশমিনা উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে আমার নির্বাচনী প্রতীক ‘দোয়াত কলম’ মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবে এবং সেবা করার সুযোগ দিবে।

 

তিনি আরও বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার অধীনস্থ দশমিনা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories